শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মাদারীপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

মাদারীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৯, ১২:১১ এএম

মাদারীপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন গত বৃহম্পতিবার বিকেলে সমিতিরি মিলনায়তনে সম্পন্ন হয়েছে। এতে বিনাপ্রতিদন্দিতায় ৬টি পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, সভাপতি পদে এডভোকেট ওবাইদুর রহমান খান, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট বিমল বাড়ৈ, জুনিয়র সহ-সভাপতি পদে এডভোকেট প্রদীপ চন্দ্র সরকার, সাধারন সম্পাদক এডভোকেট মো: জাকির হোসেন লোকমান, সহসম্পাদক (সার্বিক) পদে ইয়াদ মোর্শেদ সজল, সহ-সম্পাদক লাইব্রেরী পদে অ্যাডভোকেট মো. সালাহউদ্দিন খান রাসেল, কোষাধ্যক্ষ পদে এডভোকেট গোলাম কিবরিয়া হাওলাদার। এছাড়া তুমুল প্রতিদ্বন্দিতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন সহ-সম্পাদক আপ্যায়ন পদে মো. দবির উদ্দিন হাওলাদার এবং কার্যকরী পদে রওনক জাহান, তুলিকা পান্ডে, শেখ ওয়াহিদুজ্জামান মো. কামরুল হাসান মো. রফিকুল ইসলাম। মোট ২০৩ ভোটারের মধ্যে ১৬৯ ভোটার তাদের ভোট প্রয়োগ করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন