মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

জয়পুরহাটে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:১৬ পিএম | আপডেট : ৬:৩৮ পিএম, ১ ফেব্রুয়ারি, ২০২৩

জয়পুরহাটে মাদক দ্রব্য মামলায় এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১ ফেব্রুয়ারী) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্বাস উদ্দীন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত নারী মোছাঃ মঞ্জুয়ারা বেগম (৪৫) দিনাজপুর জেলা বিরামপুর উপজেলার উত্তর পাড়া গ্রামের মজিবর রহমানের স্ত্রী।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৩ সালে ১০ অক্টোবর পাঁচবিবি উপজেলা থেকে জয়পুরহাটে আসার সময় ইজিবাইকে তল্লাশি চালিয়ে আসামি মোছাঃ মঞ্জুয়ারা বেগমের কাপড়ের ব্যাগে ৩৮ বোতল ফেনসিডিলসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ- পরিদর্শক মনসুর রহমান। পরে তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। দির্ঘ শুনানি শেষে বুধবার (১ ফেব্রুয়ারী) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন।

জয়পুরহাট জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এ‍্যাড নৃপেন্দ্রাথ মণ্ডল এসব তথ্য নিশ্চিত করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন