শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

জেলা ও উপজেলা শহরে উন্নয়ন মেলা ৯ জানুয়ারি

| প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : রাজধানী ঢাকাসহ জেলা ও উপজেলা শহরে উন্নয়ন মেলা ৯ জানুয়ারি শুরু হবে। সরকারের উন্নয়ন কার্যক্রমের সঙ্গে প্রান্তিক পর্যায়ের জনগণকে সম্পৃক্ত করতে সরকার সারাদেশে উন্নয়ন মেলার আয়োজন করছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে সামনে রেখে এ মেলা অনুষ্ঠিত হবে। মেলায় সরকারী বিভিন্ন প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন খাতের উন্নয়নের চিত্র তুলে ধরবে। করসেবায় ও প্রান্তিক জনগণের মধ্যে কর বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে উন্নয়ন মেলায় প্রথমবারের মতো সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে উপস্থিত থাকছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আর ওই মেলায় ইলেকট্রনিক কর শনাক্ত নম্বর (ইটিআইএন) নেয়াসহ অন্যান্য করসেবা পাওয়া যাবে। থাকবে কর শিক্ষণ ফোরাম। যেখানে স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের কর বিষয়ে শিক্ষা দেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন