শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মাগুরা জেলা পরিষদ নির্বাচনে যারা জিতলেন

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২২, ১২:৩৮ পিএম

মাগুরায় জেলা পরিষদ নির্বাচনে মোট ৪৯২ ভোটের মধ্যে ৪৮৬ ভোট প্রদত্ব হয়। এরমধ্যে ৩৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু। তিনি মাগুরা জেলা পরিষদ থেকে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হলেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি শরিয়ত উল্লাহ রাজন পেয়েছেন ১৩০ ভোট। এছাড়া সাধারণ সদস্য পদে মাগুরা সদর উপজেলা থেকে আনিসুর রহমান খোকন, শ্রীপুর উপজেলা থেকে আরজান বিশ্বাস, মহম্মদপুর উপজেলা থেকে থেকে শেখ আব্দুল মান্নান ও শালিখা উপজেলা থেকে মুন্সী আবু হানিফ নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত আসনে মাগুরা শ্রীপুর থেকে কামরুন্নাহার জলি নির্বাচনে ও মহম্মদপুর শালিখা উপজেলা থেকে নাজনিন রব্বানী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। মাগুরা,শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা নির্বাচন অফিস এ তথ্য জানিয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন