শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মাগুরা জেলা পরিষদে পঙ্কজ কুন্ডু চেয়ারম্যান নির্বাচিত

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২২, ৪:৪৭ পিএম

মাগুরায় জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু ৩৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া মার্কা প্রতীকের শরীয়ত উল্লাহ হোসেন মিয়া পেয়েছেন ১২৯ ভোট । সোমবার সকাল ৯ টা থেকে জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয় । মাগুরা সদর, শ্রীপুর, মোহাম্মদপুর ও শালিখা উপজেলা পরিষদ ভবনে ইভিএম মেশিনে ভোট দেয় উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের ৪৯৩ জন জনপ্রতিনিধির মধ্যে ৪৮৩জন । অপরদিকে জেলার সদর উপজেলায় সদস্যপদে তালা মার্কা প্রতীকে ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জেলা পরিষদের সাবেক সদস্য আনিসুর রহমান খোকন। মহম্মদপুর উপজেলা থেকে আব্দুল মান্নান জিতেছেন ৪৯ ভোট পেয়ে। শালিখা থেকে ৪৭ ভোট পেয়ে জিতেছেন আবু হানিফ। শ্রীপুর থেকে ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আরজান বাদশা। তাদের তিনজনেরই মার্কা ছিল টিউবওয়েল। এছাড়া মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা থেকে সংরক্ষিত মহিলা সদস্য হিসাবে ফুটবল মার্কা প্রতীক নিয়ে ২০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কামরুন নাহার জলি। শালিখা ও মহম্মদপুর থেকে সংরক্ষিত মহিলা সদস্য পদে মহম্মদপুরের নাজনীন রব্বানী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে মোট ৬ পদের লড়েছেন ২৬ জন প্রার্থী ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন