শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

নাছির ইউ. মাহমুদ টানা তৃতীয়বারের মতো উত্তরা ক্লাবের সভাপতি নির্বাচিত

| প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাছির ইউ. মাহমুদ (এম-৮৬) ঢানা তৃতীয়বারের মতো উত্তরা ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন। ২০১৬-১৭ মেয়াদের জন্য অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির এ নির্বাচনটি গত রোববার অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার বিকালে গণমাধ্যমে প্রকাশের জন্য উত্তরা ক্লাব লিমিটেডের সচিব মেজর (অব:) মোহাম্মদ আব্দুর রশীদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ইনকিলাবকে এ তথ্য জানানো হয়।
কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত অন্য সদস্যরা হলেনÑ ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক, ইফতেখার মাহমুদ, ইঞ্জিনিয়ার আফতাব উদ্দিন আহমেদ, নাজমা আকতার, আরশাদ মোর্শেদী হোসেন (পিপলু), শরীফ আহমেদ টুটুল, নূর মোহাম্মদ ডিকন, কে এম খায়রুল বাশার, এ টি কে এম আজমল, মোহাম্মদ মাসুদুল আল (বাপ্পী)।
নবনির্বাচিত সভাপতি নাছির ইউ. মাহমুদ বলেন, এ ক্লাবটিকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতার প্রয়োজন। সকলের আন্তরিক সহযোগিতা পেলে ক্লাবকে আরো গতিশীল ও একটি আধুনিক ক্লাব হিসেবে রূপান্তরিত করতে পারব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন