আজ রবিবার, রাজশাহী থেকে ছেড়ে আসা ছিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর স্টেশন থেকে ছাড়ার সময় চলন্ত ট্রেনের তড়িঘড়ি করে উঠতে গেলে ট্রেনের নিচে পড়ে যায় ফিরোজ কবির নামে এক যাত্রী। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে নামে তার দুটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।
তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর স্টেশন থেকে ছাড়ার সময় চলন্ত ট্রেনে উঠতে গেলে প্ল্যাটফর্ম থেকে ট্রেনের নিচে পড়ে যায় ওই যুবক।
জানা যায়,বিরামপুর পৌর এলাকার ২ নং ওয়ার্ড চকপাড়া শাহীন পুকুর মহল্লার ফুল মিয়ার পুত্র ফিরোজ কবির (৩০ )
প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার সময় দৌড়ে ট্রেনে উঠতে গেলে ট্রেনে নিচে পড়ে যায় ফিরোজ কবির। এসময় ট্রেনে কাটা পড়ে ফিরোজ কবিরের দুটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। পথচারীরা তাকে আশঙ্ক জনক অবস্থায় উদ্ধার করে প্রথমে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে স্বজনেরা ভর্তি করে বলে পরিবারের সদস্যরা দৈনিক ইনকিলাবকে জানান ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন