লক্ষ্মীপুর পৌর শহরের লামচরী এলাকায় শুক্রবার সন্ধ্যায় গরম চা ঢেলে কলেজ ছাত্রী মাইশা আলম প্রীতির মুখসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। প্রীতির মায়ের সঙ্গে কথা কাটাকাটি নিয়ে তার মামী রাশেদা বেগম লিপি এ ঘটনা ঘটিয়েছে।
মাইশা আলম প্রীতি একই এলাকার আবুধাবি প্রবাসী খোরশেদ আলমের মেয়ে ও লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী। অভিযুক্ত রাশেদা বেগম লিপি আবুধাবি প্রবাসী রাকিবুল হাসানের স্ত্রী।
সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় প্রীতিকে গোসল করার জন্য পানি গরম করতে যায় তার মা রোমানা। তখন গ্যাসের চুলা জ্বালাতে গেলে লিপি বাধা দেয়। এতে কথা কাটাকাটির একপর্যায়ে লিপির হাতে থাকা গরম চা প্রীতির মুখ ও ঘাড়ে ঢেলে দেয়। এতে তার মুখ ও ঘাড় ঝলসে যায়।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বলেন, কলেজছাত্রীর মুখ ও ঘাড় ঝলসে গেছে। তাঁর শরীরের ৫ শতাংশ ক্ষতি হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন