শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

বাবরি মসজিদ মামলায় হিন্দু পক্ষে রায়, এবার আনুগত্যের পুরস্কার পেলেন সেই বিচারপতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:২৯ পিএম

রোববার ভারতের সাত রাজ্যের নতুন রাজ্যপালের (গভর্নর) নাম ঘোষণা করেছে প্রেসিডেন্ট ভবন। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিতর্কের কারণ নতুন রাজ্যপালদের মধ্যে পাঁচজনই বিজেপি নেতা। বাকি দু’জনের মধ্যে একজন সাবেক সেনা কর্মকর্তা। অন্যজন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এস আবদুল নজির। যিনি অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদ মামলার অন্যতম বিচারপতি ছিলেন। ফলে নজিরও নজরে বিরোধীদের। তাদের বক্তব্য, আনুগত্যের পুরস্কার বিতরণ শুরু হয়েছে।

২০২৩ সালের জানুয়ারি মাসে ৪ তারিখ সুপ্রিম কোর্টের বিচারপতির পদ থেকে অবসর নেন নজির। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর ঘোষণা অনুযায়ী অন্ধ্রপ্রদেশের নতুন রাজ্যপাল হচ্ছেন তিনি। এর ফলে বিশ্ব ভূষণ হরিচন্দনকে অন্ধ্র থেকে সরিয়ে ছত্তিশগড়ের রাজ্যপাল করা হচ্ছে। এসবই কাজের কথা। তবে দ্রৌপদী মুর্মুর ঘোষণার পর চর্চায় উঠে আসছে সেই মামলাগুলো, যাতে সম্মিলিত রায় দিয়েছেন এই প্রাক্তন বিচারপতি। সেগুলি কী কী?

অবশ্যই অন্যতম রামমন্দির-বাবরি মসজিদ মামলা। ওই মামলায় বিতর্কিত রায়ের পরে কথিত রামজন্মভূমিতে বাবরি মসজিদের জায়গায় বিরাটাকার নতুন মন্দির তৈরি হচ্ছে। যার উদ্বোধন হবে আগামী লোকসভা ভোটের ঠিক আগে। এছাড়াও তিন তালাক মামলা, নোটবাতিলের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা মামলায় রায় দিয়েছেন প্রাক্তন বিচারপতি নজির। কাকতালীয়ভাবে সবকটি মামলার রায় বিজেপি তথা কেন্দ্রের মোদি সরকারের নীতি, আদর্শের পক্ষে গিয়েছে। সেই ব্যক্তিকে রাজ্যপাল ঘোষণা করায় প্রশ্ন উঠছে।

প্রসঙ্গত, দ্রৌপদী মুর্মুর ঘোষণার অনুযায়ী মহারাষ্ট্রের রাজ্যপাল হচ্ছেন বিজেপি নেতা রমেশ ব্যাশ। ঝাড়খণ্ডের রাজ্যপাল হচ্ছেন বিজেপি নেতা সিপি রাধাকৃষ্ণণ। বিজেপি নেতা লক্ষ্ণণপ্রসাদ আচার্য হতে চলেছেন সিকিমের রাজ্যপাল। শিবপ্রতাপ শুক্লা এবং গুলাবচাঁদ কাটারিয়া হবেন যথাক্রমে হিমাচলপ্রদেশ ও আসামের রাজ্যপাল। প্রাক্তন সেনকর্তা কেটি পারনেক হচ্ছেন অরুণাচল প্রদেশের নতুন রাজ্যপাল। সূত্র: টাইমস নাউ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
আবেদুর রহমান আবেদ ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:২১ পিএম says : 0
এই আবদুল নজির কি কাদিয়ানী নাকি , নাহলে কিভাবে মসজিদের বিপক্ষে মন্দিরের পক্ষে রায় দিলেন ?
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন