শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাবের হাতে ৩ অপহরণকারী গ্রেফতার : ২ অপহৃত উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:০৭ পিএম

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মালয়েশিয়া প্রবাসী ও তার ছোট ভাইকে অপহরণের ঘটনায় তিন অপহরণকারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ রবিন হোসেন (২৪),মোঃ রমজান আলী (৪২) ও মোঃএরশাদ (২৪)। তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর আলিয়া পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার বিকেলে র‍্যাব-১০ জানায় গত ১২ফেব্রুয়ারি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়া প্রবাসী মোঃ সাব্বির হোসেন (২৬) ও তার ছোট ভাই মোঃ শাহাদাত হোসেন(২৩) বের হওয়ার সময় তাদেরকে জোরপূর্বক মাইক্রোবাসে উঠিয়ে তাদের অপহরণ করে তারা। এ সময় সাব্বির হোসেনের লাগেজ তারা ছিনিয়ে নেয় এবং মুক্তিপনের জন্য মাইক্রোবাসের মধ্যেই তাদেরকে বেদম মারপিট করতে থাকে এবং তাদের হত্যার হুমকি দেয় । একপর্যায়ে তাদেরকে দক্ষিণ কেরানীগঞ্জের বাঘৈর ইউনিয়নের আলিয়া পাড়া এলাকায় একটি বাড়ির অন্ধকার রুমে তাদের আটকে রাখে। পরবর্তীতে প্রবাসী সাব্বির হোসেনের ছোট ভাই শাহাদাত হোসেনের মোবাইলের মাধ্যমে অপহরণকারীরা মালয়েশিয়া প্রবাসীর এক আত্মীয়র কাছে ৬লক্ষ ৫০হাজার টাকা মুক্তিপণ দাবি করে।এই বিষয়টি মালয়েশিয়া প্রবাসীর ওই আত্মীয় র‍্যাব-১০ এর কার্যালয়ে জানান। এই ঘটনার সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে বাঘৈর আলিয়া পাড়ায় ওই বাড়িতে র‍্যাবের একটি অভিযানের দল অভিযান চালিয়ে হাতেনাতে রবিন হোসেন, রমজান আলী ও এরশাদ নামে তিন অপহরণকারীকে গ্রেফতার করে। এ সময় অন্ধকার ঘর থেকে মালয়েশিয়া প্রবাসী সাব্বির হোসেন ও তার ছোট ভাই শাহাদাত হোসেনকে উদ্ধার করা হয়। অপহরণকারীদের নিকট থেকে তিনটি মোবাইল ও প্রায় চার হাজার টাকা জব্দ করা হয়। এ ব্যাপারে মালয়েশিয়া প্রবাসীর ছোট ভাই শাহাদত হোসেন দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন