শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

হিলিতে ভারতীয় পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা

হিলি (দিনাজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৫১ পিএম

দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে ভারতীয় পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা। গত সপ্তাহে শুক্রবার ( ১০ ফেব্রুয়ারি) প্রতিকেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ২৫ টাকা দরে বিক্রি হয়েছে। আজ শুক্রবার ( ১৭ ফেব্রুয়ারি) বিক্রি হচ্ছে ২০ টাকা দরে। পেঁয়াজ বিক্রেতরা ভারত থেকে পেঁয়াজের আমদানি বাড়ায় কমেছে ভারতীয় পেঁয়াজের দাম।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা মো. সোবহান মিয়া বলেন, এক সপ্তাহ আগে ভারতীয় পেঁয়াজ ২৫ টাকা দরে কিনেছিলাম। আজ শুক্রবার কিনলাম ২০ টাকা কেজি দরে।

হিলি বাজারের পেঁযাজ বিক্রেতা তাহের আলী জানান,গেলো ভারতীয় ইন্দোর জাতের পেয়াজ বিক্রি করেছি কেজিপ্রতি ২৫ টাকা দরে। ভারত থেকে আমদানি বাড়ায় পেঁয়াজের দাম কমেছে। আজ বিক্রি করছি ২০ টাকা দরে। আর দেশি পেঁয়াজ বিক্রি করছি ২৫ টাকা দরে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন