শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

পাঠক ভাবনা : ‘ভারতের আশায় বসে থাকতে হবে কেন?’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১০:০৪ এএম | আপডেট : ১০:২০ এএম, ১৭ সেপ্টেম্বর, ২০২০

গত কয়েকবছর ধরে ভারত বাংলাদেশের সঙ্গে পেঁয়াজ নিয়ে এক ধরণের খেলায় মেতেছে। আগাম কোনো ঘোষণা ছাড়াই মাঝে মধ্যে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় আর এতে করে দেশের বাজারের অসাধু ব্যবসায়ীরা দাম বাড়িয়ে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করে।
ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ নিয়ে এক পাঠক আবদুর রহিম আবু আনাস পুরো বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন, কারণ, ‘‘ভারত গরু রপ্তানি বন্ধ করার পর বাংলাদেশে অসংখ্য গরুর ফার্ম গড়ে উঠেছে, বিশাল কর্মসংস্থান হয়েছে৷’’

তবে পাঠক রিয়াজুল রেজা মনে করেন, ‘‘পূর্ব সিদ্ধান্ত ছাড়া বিনা নোটিশে বেনাপোল সীমান্তে পেঁয়াজের গাড়ি আটকে দেয়া কোনো প্রকার আন্তর্জাতিক বিজনেস পলিসিতে পড়ে না৷’’

এই প্রশ্ন এক পাঠকের৷ ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধ এবং বাংলাদেশে পেঁয়াজ সংকট নিয়ে আরো মন্তব্য এসেছে ডয়চে ভেলের ফেসবুক পাতায়৷

আরেক পাঠক ফুয়াদ রহমান পেঁয়াজের মূল্য বাড়ার জন্য সংশ্লিষ্টদের করে লিখেছেন, ‘‘গত বছর ভারত আগাম ঘোষণা ছাড়া পেয়াঁজ রপ্তানি বন্ধ করার পরও কেন বাংলাদেশকে শুধু ভারতের আশায় বসে থাকতে হবে?’’

পাঠক নিজামউদ্দিনের প্রশ্ন, ‘‘বাংলাদেশ এভাবে কতবার পেঁয়াজের জন্য অপ্রস্তুত থাকবে?’’ তবে রাশেদ জামান কিন্তু বাংলাদেশের জন্য এটাকে ইতিবাচক মনে করছেন৷ তিনি লিখেছেন, ‘‘কয়েক বছর কষ্ট করলে ভারতের উপর বাংলাদেশের নির্ভরতা কমবে, দেশে পেঁয়াজ উৎপাদন বাড়বে এবং কৃষকও ন্যায্য দাম পাবে৷’’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
Nannu chowhan ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১১:১৪ এএম says : 0
Eakdom shothik keno varoter hate amader shob kisu nirvor korte hobe meyanmar pakistan toroshko even china tara prochur piaj roftani kore tader kas theke keno amra neina?
Total Reply(0)
ম নাছিরউদ্দীন শাহ ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১১:২৫ এএম says : 0
বাংলাদেশের প্রধান মন্ত্রী ভারতের মাঠিতে দাড়িয়ে বলেছিলেন। পিয়াজ রফতানি বন্ধ করবেন আগে থেকে জানাবেন। আসলে ভারতীয়রা রফতানির নীতিমালা ভুলেই গেছে। আল্লাহর কাছে শোকের নিত‍্য প্রয়োজনীয় চাল খাদ‍্য সামগ্রী উপর বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল নয়। যদি হতো দেশের করুন পরিস্থিতি সৃষ্টি করতেন ভারত।। বাংলাদেশের ব‍্যবসায়ী সমাজ ঐক্যবদ্ধ ভাবে চিন্তা করুন। পিয়াজ গরু নিত‍্য প্রয়োজনীয় সামগ্রী দেশের মাঠিতে উৎপাদন করার। মাননীয় প্রধান মন্তীর হাত কে শক্তিশালী করুন। চাল ড়াল তেল পিয়াজ সকল পন্য দেশের সোনাফলা মাঠিতে উৎপাদন করুন। প্রয়োজন আন্তর্জাতিক মানের গবেষণা বাংলাদেশ কে পরনির্ভরশীলতা রক্ষা করবে। একটি আর্থমর্যাদাশীল জাতি প্রতিষ্টা হবে। ইনশাআল্লাহ। হতে রক্ষা করবে প্রত‍্যেক সেক্টরে খাদ‍্য স্বয়ং সম্পন্ন বাংলাদেশ প্রতিষ্টার মহাপরিকল্পনা গ্রহন করুন। শিরোনাম ভারতের আশায় বসে থাকতে হবে কেন?? বাংলাদেশ আর কারু খাদ‍্য সামগ্রীর আশায় বসে থাকতে না হয়। এই আশায় আশাবাদী।
Total Reply(0)
মোহাম্মাদ সাকিব হাসান হাবীব ১ নভেম্বর, ২০২০, ৮:৩৩ পিএম says : 0
আবহাওয়া ও জলবায়ুর সাথে তাল মিলিয়ে ফসল ফলনোর উপযুক্ত অভিজ্ঞতা ও যাবতীয় প্রয়োজন সরবরাহ নিশ্চিত করে সকল ফসল সঠিক ও সমান চাহিদার সাথে সঠিক ও সমান ন্যায্য মূল্যের বাজার নির্ধারণ করে কৃষি ভূমির উত্তম ব্যবহার কৃষি পণ্য সংকট সমস্যার নির্ভরযোগ্য সমাধান ।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন