শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নাটোরে স্কুল ছাত্রীকে গণধর্ষণ মামলার প্রধান পলাতক আসামী তামিম গ্রেফতার

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৪৮ পিএম

মোবাইলে পরিচয়, প্রেম অতঃপর বিয়ের প্রলোভন দেখিয়ে নাটোরে ডেকে এনে গণধর্ষনের ঘটনায় পলাতক প্রধান আসামী মোঃ তামিম হোসেন (১৯) কে গ্রেফতার করেছে র‌্যাবের আভিযানিক দল। রবিবার সকাল ৯ টার দিকে এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে তামিমকে গ্রেফতারের বিষয়টি জানান কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় সিপিসি-২, নাটোর ক্যাম্প ও সদর কোম্পানী, র‌্যাব-৫, রাজশাহীর একটি যৌথ আভিযানিক দল রবিবার গভীর রাত ১টার দিকে তথ্য প্রযুক্তি ও বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী মাহানগর এর কাশীয়াডাঙ্গা থানার কাঠালবাড়ীয়া এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে নাটোর জেলার সদর থানার মামলা নং-৩৫, তারিখ- ০৮/০২/২০২৩, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং-০৩) এর ৯(৩)/৩০ এর প্রধান এজাহার নামীয় প্রধান পলাতক আসামী মোঃ তামিম (১৯) হোসেনকে গ্রেফতার করা হয়। তামিম নাটোর সদর থানার চাঁনপুর পাবনা পাড়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে। অভিযান পরিচালনা করেন কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার সঞ্জয় কুমার সরকার এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম।
উল্লেখ্য গ্রেফতারকৃত তামিম হোসেন ১ বছর পূর্বে ধর্ষিত স্কুল ছাত্রীর সাথে মোবাইলে পরিচয় হওয়ার পরে প্রেম করে। এরই ফলশ্রুতিতে বিয়ে করার প্রলোভন দেখিয়ে ৭ ফেব্রুয়ারী নাটোর সদরের তেবাড়িয়া ইউনিয়নের চাঁনপুরে ডেকে নিয়ে আসে। চাঁনপুর বিলের ভিতরে একটা কলাবাগানে নিয়ে তাকে রাতভর পালাক্রমে ধর্ষন করে। পরে ৮ ফেব্রুয়ারী ভোর ৫ টার দিকে তাকে আব্দুল মজিদের হাতে তুলে দেয়। সেও ঐ স্কুল ছাত্রীকে একটা বাড়িতে নিয়ে পালাক্রমে ধর্ষন করে। পরে রাজশাহীগামী বাসে ওঠার উদ্দেশ্যে বনবেলঘোরিয়ায় আসলে তার পরিস্থিতি দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাকে উদ্ধার করে। পরবর্তীতে ধর্ষিতা স্কুল ছাত্রীর বাবা বাদি হয়ে থানায় মামলা করলে পুলিশ আব্দুল মজিদ ও সিরাজুল ইসলামকে তাৎক্ষনিক গ্রেফতার করে। এই মামলার প্রধান আসামী তামিম হোসেন পলাতক ছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন