শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

নতুন জঙ্গি সংগঠন শারক্বীয়ার নায়েবে আমির গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৩৫ এএম

উগ্রবাদী জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া'র নায়েবে আমির শায়েখ মো. মোহিবুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।


নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার নায়েবে আমির শায়েখ মোহাম্মাদ মোহিবুল্লাহকে গ্রেফতার করা হয়েছে।


মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেপ্তারের কথা বুধবার সকালে নিশ্চিত করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট -সিসিটিসি।

 

সিটিটিসি প্রধান জানান, এ বিষয়ে বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।


সর্বশেষ গত ৭ই ফেব্রুয়ারিতে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ১৭ সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব। এর আগে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৩৮ সদস্যকে গ্রেফতার করা হয়। ফলে সব মিলিয়ে নতুন এ জঙ্গি সংগঠনের ৫৬ সদস্যকে গ্রেপ্তার করলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন