ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ী ইউনিয়নে বাংলাদেশ কৃষি ব্যাংক বাদুরতলা বাজার শাখা ভবন স্থানান্তর না করার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ব্যাংকের গ্রাহক ও ব্যবসায়ীরা। বুধবার সকালে রাজাপুর উপজেলার মঠবাড়ী ইউনিয়নের বাদুরতলা বাজার এলাকায় ব্যাংকের সামনে প্রায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও গ্রাহক ওমর আলী মল্লিক, সাবেক ইউপি সদস্য ও বাজার ব্যবসায়ী মজিবর মোল্লা, নাসরিন সুলতানা, বুলবুল আহম্মেদ, মোস্তফা হাওলাদার, গোলাম কবির ও বেল্লাল খান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ব্যাংক ম্যানেজার স্থানীয় কিছু অসাধু চক্রের যোগসাজসে প্রায় তিনযুগ পর্যন্ত চলমান ও গ্রামের অতিসাধারণ গ্রাহকের চীরচেনা ভবনটি বর্তমান স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে স্থানান্তরের পায়তারা করতেছে। ব্যাংকটি এখান থেকে স্থানান্তর করা হলে সাধারণ গ্রাহকদের প্রতিনিয়ত দূর্ভোগ ও হয়রানির স্বীকার হতে হবে, এমনকি আর্থিক লেনদেন করতে ঝুঁকিতে পরতে হবে। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বিভিন্ন শ্রেনী পেশার প্রায় চার শতাধিক নারী পুরুষ অংশ নেয়। শান্তিপূর্ণ মানববন্ধন শেষে ব্যাংকের গ্রাহকরা বিক্ষোভ মিছিল করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন