কুষ্টিয়া পৌরসভায় মেয়রের কার্যালয়ে চুরি ও গুরুত্বপূর্ণ নথিপত্র ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন করেছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কুষ্টিয়া পৌরসভার সামনে বঙ্গবন্ধু চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, এটা শুধুমাত্র চুরি নয়। এর পেছনে গভীর কোন পরিকল্পনা রয়েছে। চুরির প্রতিবাদ ও জড়িত দূর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় আনার জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। তা না হলে আরো কঠোর কর্মসূচীর ঘোষণা দেন বক্তারা।
উল্লেখ্য, গত শনিবার রাতে কুষ্টিয়া পৌরসভার গ্রিল কেটে ও তালা ভেঙে মেয়র কার্যালয়ে প্রবেশ করে দূর্বৃত্তরা পৌরসভার সিসিটিভি ক্যামেরার ভিডিও সংরক্ষনের ডিভিআর মেশিন ও গুরুত্বপূর্ণ ডকুমেন্ট চুরি করে নিয়ে যায়। এসময় তারা কিছু নথিপত্র ধ্বংস করে ফেলে রেখে যায়। চুরির ঘটনার আগের দিন পৌরসভায় হাটবাজারের দরপত্র দাখিলের সময় একপক্ষ এক ঠিকাদারের দরপত্র কেড়ে নিয়ে ছিড়ে ফেলেন। এ নিয়ে ওই ঠিকাদার মামলা দায়ের করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন