চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগরস্থ হযরত শাহ ছুফি মাওলানা সৈয়দ শাহ অলি উল্লাহ (রহ.)-এর বার্ষিক ওরস মোবারক গত ২৪ ফেব্রুয়ারি দরবার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সারাদিন ব্যাপী খতমে কুরআন, খতমে বোখারি, খতমে গাউছিয়া এবং রাতব্যাপী ওয়াজ মাহফিলের মধ্যদিয়ে পরদিন গত শনিবার বাদ ফজর তবারুক বিতরণ করা হয়। হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ আবদুর রহিম আল কাদেরীর আওলাদগণের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত উক্ত ওরস মাহফিল শেষে গত শনিবার বাদ এশা আখেরি মুনাজাতের মধ্যদিয়ে সমগ্র দেশ ও জাতি এবং মুসলিম উম্মাহর জন্য কল্যাণ ও শান্তি কামনায় দোয়া করেন বড় শাহজাদা মাওলানা সৈয়দ ছানা উল্লাহ শিবলী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন