ওয়ার্দ শরেইত (১০) আবার স্কুলে ফিরতে পেরেছে। এবারের ফেরাটা একটু অন্যরকম। কারণ, যুদ্ধকবলিত তার দেশ সিরিয়ায় যে ঘটে গেছে আরও এক মহাবিপর্যয়। ভূমিকম্প তাদের চারপাশ দুমড়েমুচড়ে দিয়ে গেছে।
হেরমানের এই স্কুলছাত্র বাস করছে বিদ্রোহী অধ্যুষিত এলাকায়। সে স্কুলে ফিরতে পেরে বলেছে, ‘আমি স্কুলে ফিরতে পেরে বেশ আনন্দিত। কারণ আমি আবার আমার বন্ধুদের দেখা পেয়েছি।’
যদিও ভূমিকম্পে তার পরিবারের কেউ মারা যায়নি। তবে তার এক সহপাঠী মারা গেছে। সিরিয়া ও তুরস্কে সবমিলিয়ে ৫০ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে এই ভূমিকম্পে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন