রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

২০২৪ সালের নির্বাচনে পুতিনের প্রার্থিতা নিয়ে ধোঁয়াশা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৪৮ পিএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনও ঘোষণা দেননি যে, তিনি ২০২৪ সালে প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা এবং এ ধরনের সম্ভাবনা নিয়ে আলোচনা করার সময় এখনো হয়নি, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইজভেস্টিয়াকে বলেছেন।

পুতিন ইতিমধ্যেই পুনঃনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন কিনা জানতে চাইলে পেসকভ বলেন, ‘এখন পর্যন্ত কোনো নির্বাচনী প্রচারণার মেজাজ নেই - পুতিনের অনেক কাজ আছে। তিনি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি করবেন না, সে বিষয়ে এখনো কিছু বলেননি। তাই, এটি বলার সময় এখনো হয়নি। আমাদের ধৈর্য ধরতে হবে।’

যাইহোক, পেসকভ বলেছেন, ‘যেভাবেই হোক নির্বাচন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ যদিও ইউক্রেনের বিশেষ সমারিক অভিযানের কারণে সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের পরে আঞ্চলিক নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

‘বছরের শেষের দিকে বা দ্বিতীয়ার্ধের মাঝামাঝি, আমরা কোনওভাবে নির্বাচনী মৌসুমে প্রবেশ করব,’ পেসকভ ঘোষণা করেছিলেন। সূত্র: তাস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন