বিনোদন ডেস্ক: ‘নিউ ইয়ার ২০১৭’ উপলক্ষে এটিএন বাংলা এবার প্রচার করবে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ‘ইয়ামাহা নিউ ইয়ার সেলিব্রেশন ২০১৭’। বিএফডিসির ৮ নম্বর ফ্লোরে অবস্থিত এটিএন বাংলা স্টুডিও থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হবে আজ রাত ৮টা থেকে রাত ১টা পর্যন্ত। অনুষ্ঠানে থাকবে দেশের স্বনামধন্য সঙ্গীত শিল্পী, ব্যান্ড দল ও নৃত্যশিল্পীদের জমকালো পরিবেশনা। অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি থাকবে উদীয়মান শিল্পীদের অংশগ্রহণ। দীর্ঘদিন পর ব্যান্ডের হাসান (আর্ক) এ অনুষ্ঠানে পারফর্ম করবেন। আরো থাকবে ডলি সায়ান্তনী, রবি চৌধুরী, এসআই টুটুল, তপন চৌধুরী, শুভ্রদেব, হাসান চৌধুরী, শফি মন্ডল, কনা, মারিয়া শিমু, সামিয়া জাহান, বাদশা বুলবুল, এবং দিনাত জাহান মুন্নীর পরিবেশনা। অনুষ্ঠানটিতে নৃত্য পরিবেশন করবেন চাঁদনী ও তার দল। খন্দকার ইসমাইল ও ফাইজা খান-এর উপস্থাপনায় ৫ ঘণ্টা ব্যাপ্তির এ অনুষ্ঠানটি পরিচালনায় রয়েছেন মুকাদ্দেম বাবু ও জিললুর রহমান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন