শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

তারাকান্দায় ওয়ারেন্টভুক্তসহ গ্রেফতার ১২

তারাকান্দা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২৩, ১২:০১ এএম

ময়মনসিংহের তারাকান্দায় বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ১১ জন এবং নিয়মিত মামলায় ১ জনসহ মোট ১২ জনকে গ্রেফতার পূর্বক গতকাল রোববার আদালতে সৌপর্দ করেছে থানা পুলিশ।
তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, গতকাল শনিবার দিনগত রাতে পরিচালিত অভিযানে আসামিদের গ্রেফতার করা হয়েছে। আসামিরা হলেন, নিয়মিত মামলায় কামারিয়া ইউনিয়নের হরিপুর গ্রামের ফজল হকের পুত্র আনারুল ওরফে আরব আলী (২৫), ওয়ারেন্টভুক্ত পূর্বপাগুলী গ্রামের সারোয়ার হোসেন (২৬), মাহাবুল মিয়া (২৫), দুলাল মিয়া(৩৩), কাউসার মিয়া(২৫), গোয়াতলা গ্রামের মনির হোসেন, রফিকুল ইসলাম, মো. আবু তাহের, নজরুল ইসলাম, মো. বাবুল মিয়া ও রুবেল মিয়া।
এছাড়াও একই দিনে তারাকান্দা ইউনিয়নের পিঠাসূতা গ্রামের খোকন মিয়ার স্ত্রী শেফালি বেগমকেও গ্রেফতার করে আদালতে সৌপর্দ করেছে থানা পুলিশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন