শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

৭ বছরের ভাগ্নিকে যৌন নির্যাতনকারী গ্রেফতার

| প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

দিরাই উপজেলা সংবাদদাতা : ৭ বছরের ভাগ্নিকে যৌন নির্যাতনকারী মামাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে দিরাই থানা পুলিশ। এ ঘটনায় তোলপাড় শুরু হয়েছে দিরাইয়ে। দিরাই থানা সূত্রে জানা যায়, সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কলিয়ারকাপন গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে নির্যাতিতার মামা বাদি হয়ে দিরাই থানায় নারী ও শিশু নির্যাতন আইনে লম্পট সিরাজ মিয়া (৫৫) ও তার ভাবী সৈয়দা বেগমকে (৩৫) আসামি করে মামলা দায়ের করেছেন।
মামলার এজহার সুত্রে জানা যায়, নির্যাতিতা শিশু কন্যাটি কলিয়ারকাপন মামার বাড়িতে থেকে কলিয়ারকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে। গত ২০ ডিসেম্বর দুপুরে পার্শ্ববর্তী বাড়ির লম্পট সিরাজ মিয়া (মায়ের চাচাতো ভাই) মোবাইলে ছায়াছবি দেখানোর কথা বলে ফুসলিয়ে তার ঘরে নিয়ে গিয়ে ৭ বছরের ভাগ্নির ওপর যৌন নির্যাতন চালায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন