রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

কক্সবাজার উন্নয়নে পরিকল্পিত কক্সবাজার আন্দোলনের চার দফা

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কক্সবাজার অফিস : বিশ্বের দীর্ঘতম সৈকত নগরী কক্সবাজারকে সাজাতে চার দফা দাবি নিয়ে মাঠে নেমেছে পরিকল্পিত কক্সবাজার আন্দোলন। ‘টাকার নোটে কক্সবাজার সমুদ্র সৈকতের ছবি ছাপানো, পর্যটন নগরী কক্সবাজারকে জাতীয় পর্যটন নগরী ঘোষণা, বিশ্বের বিভিন্ন দেশে ট্যুরিজম এ্যাম্বাসেডর নিয়োগ ও সাগরের ভাঙন থেকে সৈকত নগরী রক্ষায় টেকসই বাঁধ নির্মাণ’ দাবিতে ৩১ ডিসেম্বর (শনিবার) বিকালে সৈকতে আসা হাজারো পর্যটকদের সঙ্গি করে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘আজকের পদক্ষেপ আগামীর পরিকল্পিত কক্সবাজার’ ¯েøাগান ধারণ করে সামাজিক আন্দোলনের সংগঠন ‘পরিকল্পিত কক্সবাজার আন্দোলন’ এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়েছে। সংগঠনটি মূখপত্র সাংবাদিক আব্দুল আলীম নোবেলের নেতৃত্বে ২০১৬ সালের বিদায়ের দিনের কর্মসূচিতে সাংবাদিক আমিনুল হক আমিন, এম. আমান উল্লাহ, ইমাম খাইর, মোহাম্মদ শফিক, যুব সংগঠক রাছিব আহমদ রাছিব, নুরুল আলম সিকদার, মম আহমদ, দিদারুল ইসলাম দিদার, রাশেদুল আরাফাত প্রমুখ। কর্মসূচিতে স্থানীয় লোকদের পাশাপাশি সৈকতের আসা দেশি-বিদেশি পর্যটকরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। উল্লেখ্য, ‘পরিকল্পিত কক্সবাজার আন্দোলন’-এর প্রধান উপদেষ্টা ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান সমন্বয়ক পরমাণু বিজ্ঞানী ড. মীর কাশেম, সমন্বয়ক (আইন) ব্যারিস্টার ফারজানা রশিদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন