কালার্স টিভি চ্যানেলটি এখন তাদের আগামী ও নতুন রিয়েলিটি শো ‘রাইজিং স্টার’-এর প্রচারের অপেক্ষায় আছে। শোটির প্রোমো দেখে স্পষ্ট বোঝা যায় শঙ্কর মহাদেবনের পাশাপাশি অভিনেতা-গায়ক দিলজিত দোসাঞ্জ এটির দ্বিতীয় বিচারক। তাদের দুজনকে নিয়ে প্রোমো এরই মধ্যে দেখান শুরু হয়েছে।
অন্যদিকে একটি বিনোদন পোর্টাল জানিয়েছে বলিউডের জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর রিয়েলিটি শোটির তৃতীয় বিচারকের আসন নেবেন।
বিষয়টি এখনও নিশ্চিত না হলেও এটা নিশ্চিত মোনালির অংশগ্রহণে বিচারকদের প্যানেল হবে তারকাবহুল।
অপটিমিস্টিক্স প্রযোজিত ‘রাইজিং স্টার’ ২০১৭’র প্রথম দিকে শুরু হবে। এতে দর্শকরা সরাসরি অংশগ্রহণকারীদের নিয়তি নির্ধারণ করবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন