বিনোদন ডেস্ক : নতুন বছরের প্রথম দিনে ইউটিউবে প্রকাশ পেয়েছে কণ্ঠশিল্পী এফ এ প্রীতমের প্রথম মিউজিক ভিডিও স্বপ্ন নেই চোখে। এফ এ প্রীতমের কথা ও সুরে গানটির মিউজিক করেছেন সাজেদুর শাহেদ। জিসান মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে ৪ মিনিট ৫১ সেকেন্ড ব্যপ্তির মিউজিক ভিডিওটি মুক্তি দেওয়া হয়েছে। শুভ রহমান পরিচালনায় স্বপ্ন নেই চোখে মিউজিক ভিডিওতে মডেল হয়েছে নবাগত সাইদ খান ও মিমি। ক্যামেরায় ছিলেন লুৎফর রহমান, সম্পাদনায় মামুন রাজ। গানটি প্রীতম ফিচারিং মিশ্র অ্যালবামটি প্রকাশিত হয়েছে ২০১৬ সালে ১ বৈশাখে। বিশ্ব ভালোবাসা দিবসে প্রীতমের প্রথম সলো অ্যালবামে ‘স্বপ্ন’ প্রকাশিত হবে জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে। অ্যালবামের সব কয়টি গানের কাজ ইতোমধ্যে শেষ করেছেন বলে জানান প্রীতম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন