শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

রেজাউদ্দিন স্টালিনের কবিতা সন্ধ্যা আজ

| প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আজ ৬ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৬টায় সতীর্থ স্বজনের উদ্যোগে সংস্কৃতি বিকাশ কেন্দ্র পরিবাগে তারুণ্যের কবি রেজাউদ্দিন স্টালিন সন্ধ্যার আয়োজন করা হয়েছে। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের প্রখ্যাত লেখক সৈয়দ আবুল মকসুদ। কবির কবিতা থেকে পাঠ করবেন বিশিষ্ট আবৃত্তিকারগণ। কবির লেখা গান গাইবেন দেশের বিশিষ্ট শিল্পীরা। রেজাউদ্দিন স্টালিন বাংলা কবিতার এক শক্তিমান কবি। তিনি মিডিয়াব্যক্তিত্ব হিসাবে সমাদৃত। ১৯৬২ সালে ২২ নভেম্বর যশোরের নলভাঙা গ্রামে জন্মগ্রহণ করেন। কবিতার জন্যে বাংলা একাডেমি, মাইকেল মধুসূধন, সব্যসাচী, আনন্দ আলো, তরঙ্গ অব ক্যালিফোর্নিয়া, পদক্ষেপ পুরস্কারসহ বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। স্বকণ্ঠে আছে তিনটি কবিতার সিডি। পৃথিবীর বড় বড় ভাষায় তার কবিতা অনূদিত হয়েছে। ইতিপূর্বে দেশের বিভিন্ন জেলায় তার একক কবিতা সন্ধ্যা আয়োজিত হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন