কর্পোরেট ডেস্ক : ২০১৬-১৭ অর্থবছরের প্রথম পাঁচ মাস অর্থাৎ জুলাই-নভেম্বর মেয়াদে প্রকৌশল সরঞ্জাম রফতানিতে আয় হয়েছে ১৭ কোটি ৪ লাখ মার্কিন ডলার বা ১ হাজার ৩৫১ কোটি টাকা। যা এ সময়ের রফতানি লক্ষ্যমাত্রার চেয়ে ২৪ দশমিক ৫৫ শতাংশ কম। একই সঙ্গে গত ২০১৫-১৬ অর্থবছরের একই সময়ের তুলনায় এই খাতে রফতানি আয় ২৭ দশমিক ৯৯ শতাংশ কমেছে। বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ডিসেম্বর মাসে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবছরে প্রকৌশল পণ্য রফতানিতে আয় হয়েছিল ৫১ কোটি ৮০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে প্রথম ৫ মাসে এই খাতের পণ্য রফতানিতে আয় হয়েছিল ২৩ কোটি ৪৩ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। চলতি অর্থবছরে প্রকৌশল পণ্য রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৮ কোটি ৪৯ লাখ মার্কিন ডলার। এর মধ্যে জুলাই-নভেম্বর মেয়াদে রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২২ কোটি ৫৮ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। প্রকৌশল পণ্যের মধ্যে আয়রন স্টিল রফতানিতে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে আয় হয়েছে ১ কোটি ৪২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ২৪ দশমিক ৬৪ শতাংশ কম। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ খাতের আয় দশমিক ০৭ শতাংশ কমেছে। ২০১৫-১৬ অর্থবছরে আয়রন স্টিল রফতানিতে হয়েছিল ৪ কোটি ৮৫ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। আলোচ্য সময়ে তামার তার রফতানিতে আয় হয়েছে ৮৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার; যা এই সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে ৯ দশমিক ৩৬ শতাংশ এবং আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৯৪ শতাংশ কম। গত অর্থবছরের প্রথম পাঁচ মাসে তামার তার রফতানিতে আয় হয়েছিল ১ কোটি ৫০ হাজার মার্কিন ডলার। ২০১৬-১৭ অর্থবছরের জুলাই-নভেম্বর মেয়াদে স্টেইনলেস স্টিল তার রফতানি লক্ষ্যমাত্রা ছিল ৩৩ লাখ মার্কিন ডলার। এর বিপরীতে আয় হয়েছে ৪২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার; যা এ সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে ২২ দশমিক ৩১ শতাংশ এবং আগের অর্থবছরের এ সময়ের তুলনায় ২৩ দশমিক ৯৬ শতাংশ কম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন