বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গাজীপুরে বঙ্গবন্ধুর নামে ডিজিটাল বিশ্ববিদ্যালয় হবে -মুক্তিযুদ্ধমন্ত্রী

| প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

গাজীপুর জেলা সংবাদদাতা : মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, এক সময় বাংলাদেশে ডিজিটাল শব্দটি নিয়ে উপহাস করা হত। আজ দেশ তথ্যপ্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে। বাংলাদেশ ডিজিটালে রূপান্তরিত হচ্ছে। গাজীপুরে বঙ্গবন্ধুর নামে ডিজিটাল বিশ্ববিদ্যালয় হবে। ২০২০ সালে বাংলাদেশ হবে জঙ্গি, সন্ত্রাস, দূর্নীতি ও মাদক মুক্ত। ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশ এবং ২০৪০ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে।
গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শহরের ভাওয়াল রাজবাড়ী মাঠে বৃহস্পতিবার সকালে এক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রজেক্টের আওতায় তিনদিনব্যাপী ’ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৭’ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ওইসব কথা বলেন। মন্ত্রী ওই অনুষ্ঠানে ব্র্যান্ডিং গাজীপু’র লোগো উন্মোচন এবং মেলার উদ্বোধন করেন। গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এটুআই’র পরিচালক মো. মোস্তফাফিজুর রহমান, গাজীপুরের পুলিশ সুপার মো. হারুন অর রশীদ, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. ইফতেখার আহমদ চৌধুরী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. আজমত উল্লা খান, সিনিয়র সহ-সভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন, সদস্য আবদুল হাদী শামীম, গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আমিনুল ইসলাম প্রমুখ। মেলায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও স্কুল কলেজের ৪০টি স্টল দেয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন