রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ষোড়শ শতকের জ্যোতিষী নস্ট্রাডামাসের ভবিষ্যদ্বাণী

২০১৭ সালে খরা, বন্যা, যুদ্ধ, মহামারি ও ইসলামের বিরুদ্ধে যুদ্ধের আশঙ্কার কথা বলা হয়েছে

| প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ষোড়শ শতকের বিখ্যাত জ্যোতিষী ছিলেন মিচেল ডি নসট্রেডেম। পেশায় চিকিৎসক এই ফরাসি ভবিষ্যতদ্রষ্টাকে লাতিন উচ্চারণে ডাকা হয় নস্ট্রাডামাস নামে। তার অনুসারীদের দাবি, তিনি এমন অনেক কিছু নিয়েই ভবিষ্যদ্বাণী করেছিলেন যেগুলো পরবর্তী কয়েক শতক ধরে অক্ষরে অক্ষরে মিলে গেছে। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ফরাসি বিপ্লব, হিটলারের উত্থান ও ক্ষমতায় আরোহণ, যুক্তরাষ্ট্রে সংঘটিত ৯/১১-র ঘটনা প্রভৃতি। এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত হওয়ার ব্যাপারেও নাকি তার ভবিষ্যদ্বাণী ছিল। তার  অনুসারীদের দাবি, এমন কেউ একজন আসবেন যাকে তিনি চিহ্নিত করেছিলেন, ভীষণ নির্লজ্জ ও স্পর্ধিত চিৎকারকারী হিসেবে। নস্ট্রাডামাস তার প্রতিটি ভবিষ্যদ্বাণী লিখে গেছেন চার লাইনের ছন্দোবদ্ধ কবিতার আকারে। হেঁয়ালিভরা এই পদ্যগুলোর  বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়েছেন তার অনুসারীরা। তবে এখানে কয়েকটি কবিতা খুবই প্রাসঙ্গিক যেগুলো ২০১৭ সালের প্রত্যাশার সঙ্গে মিলে যেতে পারে। এসব কবিতায় ২০১৭ সালে খরা, বন্যা, যুদ্ধ, মহামারি ও ইসলামের বিরুদ্ধে যুদ্ধের আশঙ্কার কথা বলা হয়েছে।
বন্যা ও খরা সম্পর্কে তিনি লিখেছেন, চল্লিশ বছর ধরে রংধনু দেখা যাবে না/ফের চল্লিশ বছর ধরে তা দেখা যাবে প্রতিদিন/ শুষ্ক ধরা আরও হবে বিশুষ্ক মলিন/ তারপর ধেয়ে আসবে ভয়ঙ্কর প্রলয়ঙ্করী বন্যা।  বজ্র ও দ্বন্দ্ব সম্পর্কে লিখেন, মহান লোকটাও একদিন নুয়ে যাবে বজ্রের আঘাতে/একেই শয়তানের পরোয়ানা বলে গেছে ভবিষ্যদ্রষ্টা বাহক/ আরেকজন পড়ে যাবে রাতের আঁধারে, দেখো ভবিষ্যতে/ বাঁধবে দ্বন্দ্ব রেইমস-লন্ডনে, ইসলাম নিয়েও যুদ্ধ হবে কতক। এরপর তিনি  সূর্যাস্তে যুদ্ধ শিরোনামে লিখেন, সূর্যাস্তের একটু আগে যুদ্ধ শুরু হলে/শক্তিশালী জাতি হয়ে যাবে নড়বড়/ জয়ী হলেও পোতাশ্রয় দেবে না উত্তর/সেতু আর কবর সবই রবে বিভুঁই অঞ্চলে। সামান্য বিরতি শিরোনামে তিনি তুলে ধরেন- মহামারি থেমে গেলে ছোট হয়ে আসবে পৃথিবী/ এরপর দীর্ঘ সময় ধরে জমিতে চলবে নিবিড় চাষাবাদ/মানুষ নিরাপদে করবে ভ্রমণ আকাশ, ভূমি ও সাগরে/ তারপর আবার বাজবে যুদ্ধের দামামা, এটাই প্রবাদ। রাজকীয় কলঙ্ক সম্পর্কে লিখেন, রানির ড্রয়ারে পাওয়া গেলো চিঠিগুলো/সই নেই কোনও, নামধাম ছাড়া/ছলময়ী ভাষায় ছাপা অক্ষরে লেখা, আছে কিছু ইশারা/বোঝা গেলো না কোন প্রেমিকের কর্মফল। এরপর কিম্ভূতকিমাকার পশুখামার শিরোনামে লিখেছেন, একটি বাক্যও না বলে জিতে গেলো খেঁকশিয়াল/ যবের রুটি খাওয়া সাধুদের বেশে/কিছুদিন পরে বের হলো তার অত্যাচারী থাবা/সম্মানীয় মানুষদের গলায় সে রাখলো পা। তারপরও নস্ট্রাডামাসের অনুসারীদের দাবি, ২০১৬ সালের তুলনায় এ বছরটা আরেকটু ভালো কাটবে বিশ্ববাসীর। ওয়েবসাইট।    

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
রফিক ৭ জানুয়ারি, ২০১৭, ২:৪০ পিএম says : 0
আল্লাহই ভালো জানে কী হবে?
Total Reply(0)
mula kela ৭ জানুয়ারি, ২০১৭, ৪:২৫ পিএম says : 0
Nustardum nijer kotha ki bolechilen?
Total Reply(0)
চোদ্দ বছর ধরে অপেক্ষা ৭ জানুয়ারি, ২০১৭, ৯:০৩ পিএম says : 0
ভাই এসব বাদ দিয়ে কোরআন পড়, হাদিস পড় । সব কিছুর উত্তর পাবা ।
Total Reply(0)
Subhankar Chakraborty ৮ এপ্রিল, ২০২০, ১১:৫৬ পিএম says : 0
MUST SEE
Total Reply(0)
Akash Chandro ১০ এপ্রিল, ২০২২, ৭:৫৪ এএম says : 0
শ্রীমদ্ভাগবদ গীতা,বেদ,পুরান,উপনিষদ,রামায়ন,মহাভারত,পড়লে সব জানতে পারবেন,অতীত বর্তমান ভবিষ্যৎ।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন