শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

এমপি লিটন হত্যা সাবেক ভাইস চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক

| প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : এমপি লিটন হত্যা মামলায় সুুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহসান হাবিব মাসুদকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে। গতকাল (শুক্রবার) ভোররাতে নিজ বাসভবন থেকে তাকে আটক করে পুলিশ। আটকের পর থেকে মাসুদকে দফায়-দফায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন তদন্তকারী দল। মাসুদের বড় ভাই গোলাম মতুর্জা টুকু তার আটকের বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন মাসুদের স্ত্রী থানায় গিয়ে তাকে খাবার দিয়ে এসেছেন। তবে আটকের বিষয়টি এমপি হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক আবু হায়দার আশরাফুজ্জামান অস্বীকার করেন। শুধু তাই নয় কোন তথ্যের জন্য পুলিশকে ফোন দিয়ে পাওয়া যায় না। তবে পুলিশ বর্তমানে এমপি লিটন হত্যা মামলার তদন্ত নিয়ে খুব ব্যস্ত সময় পার করছেন বলে জানা গেছে।
বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ অব্যাহত : উপজেলায় আ’লীগের আয়োজনে গতকাল বিকেলে ধুবনী কঞ্চিবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এমপি লিটনের নৃসংশ হত্যাকা-ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। কঞ্চিবাড়ি ইউনিয়ন আ’লীগের সভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহম্মেদ, পৌর আ’লীগের সহ-সভাপতি এটিএম মাসুদুল ইসলাম চঞ্চল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, আ’লীগ নেতা ডাক্তার শফিউল আলম, কামরুল হুদা রাজু, খলিলুর রহমান তরফদার, ফজলার রহমান মাস্টার, জোতিময় চক্রবর্তী, ওসমান গণি, যুবলীগ নেতা রেজাউল ইসলাম রেজা। বক্তারা অবিলম্বে প্রকৃত খুনিদের গ্রেফতারের জোর দাবি জানান।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন