শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহিলা

গ্রামীণ ইউনিক্লোর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে ১১০০০শীতবস্ত্র বিতরণ

| প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

গ্রামীণ ইউনিক্লোর উদ্যোগে নীলফামারি ও ঠাকুরগাঁও জেলার শীতার্ত মানুষের মধ্যে ১১০০০শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের সার্বিক সহযোগিতায় গ্রামীণ ইউনিক্লোর সাথে ছিল সমাজ সেবা মূলক সংগঠন প্রজেক্ট কম্বল। এই শীতবস্ত্র সংগ্রহের লক্ষ্যে গ্রামীণ ইউনিক্লো প্রতিটি আউটলেটে প্রজেক্ট কম্বল টিম ডোনেশন বক্স্র রাখে। সেখান থেকে ক্রেতারাও এই ডোনেশন কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পায়। গ্রামীণ ইউনিক্লোর বিভিন্ন পার্টনার প্রতিষ্ঠানও এই ডোনেশন কার্যক্রমের সাথে যুক্ত হয়।  লোকাল এনজিও এর সহযোগিতায় নীলফামারি ও ঠাকুরগাঁও এর বিভিন্ন এলাকার দুই হাজার  দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে  সংগ্রহকৃত কম্বল, সোয়েটার, প্যান্ট ও শীত প্রতিরোধক বিশেষ শার্ট বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে যুক্ত ছিলেন গ্রামীণ ইউনিকেøা ও প্রজেক্ট কম্বলে উর্দ্ধতন কর্মকর্তা বৃন্দ। গ্রামীন ইউনিক্লো জাপান তথা এশিয়ার নং-০১ পোশাকের ব্র্যান্ড ইউনিক্লো এর বাংলাদেশি সামাজিক ব্যবসায় ব্র্যান্ড গ্রামীণ ইউনিক্লো বাংলাদেশে ২০১১ সালে প্রতিষ্ঠা হয় এবং ২০১৩ সাল থেকে বিভিন্ন জায়গায় আউটলেট খোলার মাধ্যমে ব্যবসা করে যাচ্ছে । শুরু থেকে প্রতিষ্ঠানটি সমাজের উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত আছে ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)