মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

কর্পোরেট

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘চেইঞ্জ টুগেদার’ প্রোগ্রাম অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সুস্থ দেহ সুন্দর জীবন গঠনে শরীরচর্চা, প্যারেড এবং ক্রীড়া মনোভাবকে উৎসাহিত করতে এবং শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের শারীরিক, মানসিক ও সামাজিক উপযুক্ততা নিশ্চিত করতে সোমবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটতে তৃতীয়বারের মতো আয়োজন করা হয় ‘চেইঞ্জ টুগেদার’ প্রোগ্রাম। এতে প্রধান অতিথি ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ সবুর খান। বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুবুল হক মজুমদার। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের অগ্রগতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ‘চেয়ারম্যান’ ও ‘ভাইস চ্যান্সেলর’ পুরস্কার প্রদান করা হয়। সহকারী অধ্যাপক তানভীর আহমেদ চৌধুরী ও সহযোগী অধ্যাপক লিজা শারমিনকে চেয়ারম্যান অ্যাওয়ার্ড প্রদান করা হয়। উপাচার্যের পুরস্কার লাভ করেন অধ্যাপক মোঃ ফুয়াদ হোসেন সরকার ও সিনিয়র লেকচারার কৌশিক সরকার এবং প্রভাষক রাসেল হোসেন। সহকারী অধ্যাপক শামসি আরা হুদা ও দিলজেব কবীরকে ইন্সপায়ারিং স্মাইল অ্যাওয়ার্ড প্রদান করা হয়। স বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন