মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চার শিক্ষকের উদ্ভাবিত সহজে ইংরেজি শেখার অ্যাপ ‘ব্রিমিং’ এর উদ্বোধন

| প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : শিক্ষার্থীদের ইংরেজি শেখাকে সহজ করা লক্ষ্যে ‘ব্রিমিং’ নামে একটি মোবাইল অ্যাপ উদ্ভাবন করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের চারজন শিক্ষক। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়টির অডিটোরিয়াম-৭১ এ ব্রিমিং অ্যাপের উদ্বোধন করেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা কেলি রায়ান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ এম এম হামিদুর রগমান, রেজিস্ট্রার প্রফেসর ড. প্রকৌশলী এ কে এম ফজলুল হক, পরিচালক (ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স) প্রফেসর ড. মো. ফখরে হোসেন, ইংরেজি বিভাগের প্রধান ড. মো. মহসিন রেজা, সহকারী অধ্যাপক সামসি আরা হুদা প্রমুখ। উল্লেখ্য, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইটি বিভাগের সহায়তায় ব্রিমিং অ্যাপ উদ্ভাবন করেন ইংরেজি বিভাগের চার শিক্ষক। তারা হলেন সহকারী অধ্যাপক সামসি আরা হুদা, সহকারী অধ্যাপক ড. বিপাশা বিনতে হক, প্রভাষক সাদিয়া জেরিন লিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন