সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কর্পোরেট

পাটজাত পণ্য রপ্তানিতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা

| প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) ভারতের আরোপিত এন্টি ডাম্পিং শুল্ক আরোপের ফলে বাংলাদেশি পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা করেছে। চেম্বারের পক্ষ থেকে রোববার জানান হয়, ভারতের জুট মিলস্ এসোসিয়েশন এবং ভারতীয় উদ্যোক্তাদের স্থানীয় বাজার সুরক্ষার দাবির প্রেক্ষিতে ভারতের ডিরেক্টরেট জেনারেল অফ এন্টি ডাম্পিং অ্যান্ড এলাইড ডিউটিজ (ডিজিএডি) কর্তৃপক্ষ স¤প্রতি বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য ভারতে রপ্তানির ক্ষেত্রে এন্টি ডাম্পিং শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ এবং নেপাল হতে পাট ও পাটজাত পণ্য রপ্তানির ক্ষেত্রে ভারত সরকারের অর্থ মন্ত্রণালয় টন প্রতি ৮ থেকে ৩৫০ মার্কিন ডলার ডিউটি আরোপের সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় কর্তৃপক্ষ ডিউটি আরোপের সিদ্ধান্তে বাংলাদেশ ও নেপাল থেকে পাটপণ্য ভারতে রপ্তানির ফলে স্থানীয় উদ্যোক্তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি উল্লেখ করলেও এ ধরনের কোনো ধরনের তথ্য উপাত্ত উপস্থাপন করতে পারেনি। বাংলাদেশে প্রতি বছর সারা বিশ্বে প্রায় ৭০০ মিলিয়ন মার্কিন ডলারের পাট ও পাটজাত পণ্য পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করে, যার ২০ শতাংশ শুধু ভারতের বাজারেই রপ্তানি হয়ে থাকে। ভারতীয় অভ্যন্তরীণ বাজারে যার পরিমাণ মাত্র ৮ শতাংশ। ঢাকা চেম্বার ভারতের এ অপ্রত্যাশিত সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করছে। ঢাকা চেম্বার মনে করে, ভারতের অর্থ মন্ত্রণালয়ের এ ধরনের সিদ্ধান্তের কারণে বাংলাদেশের পাট শিল্প এবং এর সঙ্গে সম্পৃক্ত সাপ্লাই চেইন প্রক্রিয়া ব্যাহত হবে, পাশাপাশি ভারতের সঙ্গে বাংলাদেশের সাড়ে ৬ বিলিয়ন মার্কিন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলবে। বাংলাদেশ যখন ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়নে কাজ করছে, সে সময় এ ধরনের সিদ্ধান্ত দুদেশের বাণিজ্য স¤প্রসারণের ধারাকে ব্যাহত করবে বলে ডিসিসিআই মনে করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন