শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

তথ্যপ্রযুক্তি আইনের মামলা অধিকারের সম্পাদক ও পরিচালকের আপিল খারিজ, মামলা চলবে

| প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে করা মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এস এম নাসির উদ্দিন এলানের আপিল খারিজ করেছে হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহিদুল করিম সমন্বয়ে গঠিত বেঞ্চ আপিল খারিজ করে এ আদেশ দেন। আদালত বলেছেন, আইন অনুসারে মামলার কার্যক্রম চলবে। আদালতে আপিলকারী আদিলুর রহমান খানের পক্ষে ছিলেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ ও মো: আসাদুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ। মো: আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে আদিলুর রহমান খানের আপিল খারিজ করে দিয়েছেন উচ্চ আদালত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন