চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে পরিচালিত সরকারি-বেসরকারি স্কুল-কলেজ, কারিগরি ও মাদরাসার প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় নগরীর নাসিরাবাদ সরকারি মহিলা কলেজ মাঠে ‘শিক্ষার উন্নত পরিবেশ, জঙ্গিবাদমুক্ত শিক্ষাঙ্গন’ শীর্ষক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি থাকবেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মো. আফসারুল আমীন। এে ছাড়া অনুষ্ঠানে শিক্ষা সচিব সোহরাব হোসাইন, ভারপ্রাপ্ত সচিব (কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ) মো. আলমগীর, দুইজন অতিরিক্ত সচিব, ঢাকা বোর্ডের চেয়ারম্যান মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন