শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

সোমালী শরণার্থীকে মন্ত্রী করলেন ট্রুডো

| প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার মন্ত্রিসভা পুনর্গঠন করেছেন এবং সাবে সোমালীয় শরণার্থী আহমেদ হুসেনকে অভিবাসন মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। হুসেন প্রথম সোমালী-কানাডীয় যিনি ২০১৫ সালে সোমালী পার্লামেন্টে ভোটের মাধ্যমে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। তিনি ক্ষমতাসীন লিবারেল পার্টির প্রতিনিধিত্ব করেন। এর আগে তিনি বিচার ও মানবাধিকার সংক্রান্ত কমিটিতে কাজ করেছেন। এ ছাড়াও হুসেন কানাডা-আফ্রিকা পার্লামেন্টারি কমিটিতেও কাজ করেছেন। আইনজীবী, ফৌজদারি মামলা পরিচালনা এবং অভিবাসী ও শরণার্থী বিষয়ক আইনে অভিজ্ঞতা থাকার কারণে এ মন্ত্রণালয়টিতে হুসেনকে প্রাধান্য দেন ট্রুডো। তিনি গ্লোবার এনরিচমেন্ট ফাউন্ডেশনের হয়েও কাজ করেছেন এবং এখানে তার অবদানের কারণেই আজ আফ্রিকার নারীরা বিশ^বিদ্যালয় ও কলেজে পড়তে পারছে। সমাজকর্মী ও আইনজীবী হুসেন ১৯৯৩ সালে কানাডা যান। তখন তার বয়স ছিল ১৬ বছর। তিনি তার বাড়ি সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে পালিয়ে গিয়েছিলেন। মিড্লইস্ট মনিটর।  

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন