শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

প্রকাশ ইলেকট্রনিক্স

| প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

প্রকাশ (হেমন্ত পান্ডে) একজন সহজ সরল মানুষ। ভাল মানুষ আর অন্তর্মুখী। মহল্লার সফল ইলেক্ট্রিশিয়ান সে একটি দোকান আছে তার স্বাভাবিকভাবে সেটির নাম ‘প্রকাশ ইলেকট্রনিক্স’। প্রায় সবাইই তার সারল্যের সুযোগ নিয়ে থাকে। পেশায় ইলেক্ট্রিশিয়ান হলেও অনেক কাজ সে বিনা পারিশ্রমিকে করে দেয়, তার বেশির ভাগই অবশ্য ডিভিডি প্লেয়ার থেকে আটকে যাওয়া নীলছবির ডিস্ক বেড় করে দেয়ার মত। আর তাকে পাওয়া যায় দিনের যে কোনও সময়, এমনকি মাঝ রাতেও। এই ধারার সূচনা হয়েছে তার শৈশব থেকে। সেই সময় অনাথ হয় সে। তার বড় বোন আর বোনের স্বামী মিলে ষড়যন্ত্র করে তাকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করে। এখন তার বয়স ৩৫; তার আর সবার ধারণা বিয়ের বয়স তার পার হবার পথে। ঠিক এমন এক সময়ে বরখা (হৃষিতা ভাট) নামে একটি মেয়ে ভাড়া আসে প্রকাশের বিল্ডিংয়ে। দেখেই বরখার প্রেমে পড়ে যায় প্রকাশ আর মনে মনে তাকে তার কনে হিসেবে ঠিক করে ফেলে। কিন্তু কিছুদিন যেতেই সে জানতে পারে বরখা একজন অভিনেত্রী। আর সে এই জগতের মানুষকে পছন্দ করে না। তার বিশ্বাস ফিল্মের মেয়েদের যা ইচ্ছা তাই করতে হয়। তাই বলে কি বরখাকে নিয়ে তার স্বপ্ন দেখা বন্ধ হয়ে যাবে? তা কিন্তু হয় না। সে তার স্বপ্ন দেখা চালিয়ে যেতে থাকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন