রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

কুলাউড়ার উন্নয়ন মেলায় জনতা ব্যাংকের প্রদর্শনীতে মুগ্ধ দর্শনার্থীরা

| প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কুলাউড়া উপজেলা সংবাদদাতা : ‘শেখ হাসিনার দর্শন সব মানুষের উন্নয়ন’, ‘উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’ ¯েøাগান সামনে রেখে কুলাউড়ায় প্রথম বারের মতো ৩ দিনব্যাপী উন্নয়ন মেলায় সরকারি-বেসরকারি স্ব-স্ব প্রতিষ্ঠানের অর্ধ-শতাধিক স্টল অংশ নিয়ে ছিল। এর মধ্যে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের মধ্যে অন্যতম জনতা ব্যাংক লিমিটেডের ব্যতিক্রম প্রচারণায় মেলায় আগত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের নজর কেড়েছে। (১১ জানুয়ারি) বুধবার মেলার শেষদিন সরেজমিন ঘুরে দেখা যায়, প্রথম সারিতে ছিল ব্যাংকের স্টল। আর স্টলের দায়িত্বে ছিলেন ব্যাংকের দক্ষ ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তারা। তাদের প্রদর্শিত ব্যাংকের নানামুখী ডিজিটালাইজড ভিডিওর প্রচারণা দেখে মুগ্ধ হয়েছেন আগত অনেক দর্শনার্থীরা। পাশাপাশি উপজেলা সদরের সকল তফশিলি ব্যাংকের কর্মকর্তাদের উপস্থিতিতিতে দেশের দারিদ্র্য বিমোচনে জনতা ব্যাংকের বিভিন্ন কর্মসূচি সম্বলিত ডিজিটাল ব্যানার, ফেস্টুন, রঙিন লিফলেট উন্নয়ন মেলা দেখতে দর্শনার্থীদের বিতরণ করেন কুলউড়া শাখার ব্যবস্থাপক এবং কর্মকর্তাবৃন্দ। সোনালী ব্যাংক লিঃ কুলাউড়া শাখার ব্যবস্থাপক আশীষ দেব রায় সংবাদ মেইলকে জানান, দেশের সকল শ্রেণির মানুষকে ব্যাংকের সেবার আওতায় নিয়ে আশার জন্য তারা উন্নয়ন মেলায় প্রচার প্রচারণা করেছেন। সরকারি ব্যাংকসমূহের মধ্যে সর্বোচ্চ মুনাফা অর্জনকারী ‘জনতা ব্যাংক লিঃ’ কুলাউড়া শাখার ব্যবস্থাপক তাহমিনা আক্তার সংবাদ মেইলকে জানান, জনতা ব্যাংক দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন ২০২১ বাস্তবায়নের জন্য নানা কর্মসূচি হাতে নিয়েছে। স্কুল ব্যাংকিং, শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ঋণ, গ্রামীণ নারী কর্মসংস্থান ঋণ, প্রশিক্ষিত যুবকদের আত্মকর্মসংস্থান ঋণ, গাভী পালন কর্মসূচিসহ গ্রামীণ কৃষকদের জন্য বহুমুখী ঋণদান কর্মসূচি পালন করছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক লিঃ। এছাড়াও মেলায় তফশিলী ব্যাংক প্যাভিলিয়নে সাউথ ইস্ট ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, প্রাইম ব্যাংক, রূপালী ব্যাংকের কর্মকর্তারা তাদের বিভিন্ন সেবা উন্নয়ন মেলায় আগত দর্শনার্থীদের মধ্যে তুলে ধরেন। উল্লেখ্য, জনতা ব্যাংক লিমিটেড দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের মধ্যে অন্যতম। ঐতিহ্যগতভাবে উক্ত ব্যাংক তার গ্রাহকদের উন্নত সেবা প্রদানসহ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করছে। দেশের অভ্যন্তরে ৮৪৪টি ও দেশের বাইরে ৪টি শাখাসহ মোট ৮৪৮টি শাখার মাধ্যমে জনতা ব্যাংক লিমিটেড ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন