স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকার লালবাগ থানার পলাশীতে দুঃস্থ ও গরীবদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেছেন। গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আওতাধীন আওয়ামী লীগের উদ্যোগে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ, সহ-সভাপতি হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন, গোলাম আশরাফ তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আখতার হোসেন, দপ্তর সম্পাদক গোলাম রব্বানী বাবলু, সহ-দপ্তর সম্পাদক মো. মিরাজ হোসেন, কার্যনির্বাহী সদস্য মো. লিয়াকত আলী খান, ডা. মোশাররফ হোসেন, লালবাগ থানা আওয়ামী লীগ সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মতিউর রহমান জামাল প্রমুখ।
শীত বস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের দলের সকল নেতাকর্মীদের শীতার্ত দুস্থ মানুষের পাশে থাকার জন্য উদাত্ত আহŸান জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন