শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

আইপিডিসি ফাইন্যান্সের নতুন সহযাত্রী কনসিটো পিআর

| প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : বাংলাদেশের প্রথম আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের নতুন সহযাত্রী হিসেবে যুক্ত হয়েছে কনসিটো পিআর। স¤প্রতি আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের এক্সক্লুসিভ পাবলিক রিলেশন প্রতিষ্ঠান হিসেবে যুক্ত হয়েছে কনসিটো পিআর। গুলশানে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর হয়। দুই পক্ষের মধ্যে পারস্পারিক দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের এমডি এবং সিইও মমিনুল ইসলাম এবং কনসিটো পিআর-এর ব্যবস্থাপনা পরিচালক মঈন তারিক একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের এমডি এবং সিইও মমিনুল ইসলাম বলেন, বিশ্বস্ত জনসংযোগ কার্যক্রমের জন্য কনসিটো পিআরকে পেয়ে আমরা সত্যিই খুব খুশি। তাদের সাথে নিয়ে আমরা আগামীতে একটি ফলপ্রসু যাত্রার প্রত্যাশা করি। কনসিটো পিআর-এর ব্যবস্থাপনা পরিচালক মঈন তারিক বলেন, দেশের আর্থিক খাত একটি খুবই চ্যালেঞ্জিং ইন্ডাস্ট্রি এবং আমরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করে অত্যন্ত উদ্দীপ্ত। আশা করি, আমরা সাফল্য অর্জন করতে সক্ষম হব। এতে আরো উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এ এফ এম বরকত উল্লাহ, হেড অব ব্র্যান্ড অ্যান্ড করপোরেট কমিউনিকেশন মাহজাবিন ফেরদৌস, কনসিটো পিআর-এর চিফ অপারেটিং অফিসার (সিওও) মানজেনো রায়হান খান এবং হেড অব কমিউনিকেশন মো. জাকারিয়া রহমান। দেশের প্রাইভেট খাতের প্রথম আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ১৯৮১ সালে বাংলাদেশে যাত্রা শুরু করে। সূচনা থেকে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড বাংলাদেশের বিভিন্ন প্রধান আর্থিক প্রকল্পগুলোতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন