শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

সিঙ্গাপুরের ব্র্যান্ড রিগেলের বাংলাদেশে যাত্রা শুরু

| প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : সিঙ্গাপুরের জনপ্রিয় স্যানিটারি ওয়্যার ব্র্যান্ড রিগেল টেকনোলজি’স শো-রুম উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশে তাদের পথ চলা শুরু করেছে। গত রোববার রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ শো-রুমের উদ্বোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন সিঙ্গাপুরের রাষ্ট্রদূত ড্যারি ল্যান, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি স্থপতি কাজি গোলাম নাসির, সাবেক সভাপতি মোবাশ্বের হোসেন, স্থপতি সামসুল ওয়ারেস, স্থপতি ইকবাল হাবিব, তুশিন ইম্পোরিয়ামের ব্যবস্থাপনা পরিচালক এ.এইচ. বিশ্বাস, রিগেলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টোফার এনজি, রিগেলের সিওও লোহ্ হাঙ্গ চিই, সেলস এন্ড মার্কেটিং ডিরেক্টর জুন লিম এবং দেশের খ্যাতনামা স্থপতিবৃন্দ। অনুষ্ঠানে রিগেলের সিএসআর তহবিল থেকে জাহাঙ্গিরনগর অ্যালমনাই এসোসিয়েশন ও বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউকে সামাজিক উন্নয়নের জন্য অনুদান প্রদান করা হয়।
কমার্শিয়াল বিল্ডিং এবং রেসিডেন্সিয়াল প্রোজেক্টের কাজেও রিগেল পৃথিবী ব্যাপী সুপরিচিত। রিগেল সিঙ্গাপুরের গ্রিন বিল্ডিং কাউন্সিল স্বীকৃত এবং রিগেল এর প্রোডাক্ট লীড সার্টিফিকেট প্রাপ্ত ফ্যাক্টরিতে ব্যবহৃত হয়। শো-রুমটিতে স্যানিটারি ওয়্যার ব্র্যান্ড রিগাল এর তৈরী সর্বাধুনিক এবং সমসাময়িক ডিজাইনের ভিন্ন ভিন্ন ধরনের মেটেরিয়াল সিস্টেম এবং ফিনিশিং কম্বিনেশনের স্যানিটারি ওয়্যার পাওয়া যাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন