রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

এইচ এম আবদুল অদুদ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক

| প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : বিশিষ্ট ব্যাংকার এইচ এম আবদুল অদুদ সম্প্রতি পদোন্নতি পেয়ে মহাব্যবস্থাপক হিসেবে বাংলাদেশ কৃষি ব্যাংকে যোগদান করেছেন। বর্তমান দায়িত্বের আগে তিনি একই ব্যাংকে ঢাকার বিভাগীয় কার্যালয়ে উপ-মহাব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮২ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। রেসিডেন্সিয়াল মডেল কলেজ (বর্তমানে সিলেট ক্যাডেট কলেজ) থেকে তিনি তৎকালীন কুমিল্লা বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় চতুর্থ স্থান অধিকার করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্ণাঢ্য কর্মজীবনে আঞ্চলিক ব্যবস্থাপক হিসেবে লক্ষ¥ীপুর, ফেনী, নরসিংদী ও মানিকগঞ্জে সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। টাঙ্গাইলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক হিসেবে ২০০৪-০৫ অর্থবছরে সার্বিক মূল্যায়নে স্বর্ণপদকে ভ‚ষিত হন। তিনি চীন সফরসহ মাইক্রো ক্রেডিটের উপর প্রশিক্ষণ উপলক্ষে তুরস্ক ভ্রমণ করেন। তিনি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন