মাত্র একবছর আগে ‘সিয়া কে রাম’ সিরিয়ালটি দিয়ে টেলিভিশনে মদিরাক্ষী মুন্ডলের অভিষেক হয়েছিল। স্টার প্লাসের শোটিতে সীতার ভ‚মিকায় অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। গত নভেম্বরের প্রথম সপ্তাহে সিরিয়ালটির শেষ হয়ে গেলেও সীতার ভ‚মিকায় তার অভিনয় দর্শকরা মনে রেখেছে।
শোটি শেষ হবার পর থেকে তিনি কিছুদিন আগে পর্যন্ত এক ধরনের বেকারই আছে বলা চলে। তবে ভাল খবর হল তাকে আর বেশিদিন বসে থাকতে হবে না। আবার তিনি ভক্তদের সামনে আসবেন। আর তা ঘটবে অচিরেই।
প্রতিবেদন থেকে জানা গেছে রেশমি শর্মা প্রযোজিত একটি সিরিয়ালে মদিরাক্ষীকে দেখা যাবে। ‘রোমিও-জুলিয়েট’ কাহিনীর একটি আধুনিক সংস্করণে তিনি অভিনয় করবেন। সোটি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে এটি প্রচারিত হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন