জেলা সংবাদদাতা ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের হিমালয় প্রতিবন্ধী স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় সদর উপজেলার ভুলী হিমালয় প্রতিবন্ধী স্কুল চত্বরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে হিমালয় প্রতিবন্ধী স্কুলের শিক্ষর্থীরাসহ বালিয়া ইউনিয়নের প্রায় ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এসময় জেলা প্রশাসক আব্দুল আওয়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীতায় অংশ নেয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও শীত বস্ত্র বিতরণ করেন। এছাড়া অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন হিমালয় প্রতিবন্ধি স্কুলের পরিচালক রফিকুল ইসলাম, ভুল্লি কলেজের অধ্যক্ষ জুলফিকার আলী প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন