রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

অধিনায়কের নতুন চ্যালেঞ্জ নিয়েছেন তামীম

| প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : সিরিজের সব ম্যাচে হারের লজ্জা সর্বশেষ বাংলাদেশ পেয়েছে ২০১১ সালের ডিসেম্বরে-ঘরের মাঠে, পাকিস্তানের বিপক্ষে। তার পর থেকে শূন্য হাতে ফেরেনি বাংলাদেশ একটি সফরও। ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরেও বৃষ্টিতে একটি টি-২০ ম্যাচ ভেসে যাওয়ায় বড় লজ্জা থেকে বেঁচে গেছে বাংলাদেশ দল। ৬ বছর আগের সেই দুস্বপ্নই কি দেখছে বাংলাদেশ, না নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিক দলের বিপক্ষে ইতোপূর্বে শতভাগ অসফল রেকর্ড মুছে সান্ত¦না নিয়ে ফেরার উপায় দেখছে বাংলাদেশ? ক্রাইস্টচার্চ টেস্টকে সামনে রেখে এ প্রশ্নের মুখেই বাংলাদেশ দল। ইমরুল, মুমিনুল এবং মুশফিকুরের ইনজুরিতে ভেঙে গেছে টেস্ট কম্বিনেশন। বড় ধরনের রদবদল আসছে একাদশে। ২০১১ সালে টেস্টে নেতৃত্বের বোঝা নিয়ে ২৭ টেস্টে ৫ জয়, ৯ ড্র’তে টেস্টে বাংলাদেশের সফল অধিনায়ক মুশফিকুরকে ইনজুরি ফেলে দিয়েছে ছিটকে। তার অনুপস্থিতিতে ইনজুরি জর্জরিত দলের অধিনায়কত্বের দায়িত্বে অভিষেকের সামনে দাঁড়িয়ে তামীম অবশ্য উদ্বিগ্ন নন। জাতীয় লীগে চট্টগ্রাম বিভাগের ক্যাপ্টেনসি করেছেন, বিপিএল টি-২০তে চিটাগাং ভাইকিংসের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন উপর্যুপরি ২ আসরে। ঢাকার প্রিমিয়ার ডিভিশনে ব্রাদার্স এবং আবাহনীর হয়ে ক্যপ্টেনসির অতীত আছে। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের সর্বশেষ আসরে আবাহনী শিরোপা পুনরুদ্ধার করেছে তার নেতৃত্বে। সে কারণেই কঠিন সময়ে পাওয়া এই দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন তামীমÑ ‘অবশ্যই আমার জন্য এটা একটা সুযোগ। সবসময়ই চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্ব করছি, আন্তর্জাতিক ম্যাচে অবশ্য এটাই প্রথম। আমার জন্যও শেখার সময়।’
ইংল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে তৃতীয় দিনের শেষ সেশনে মুশফিকুরের অনুপস্থিতিতে করেছেন অধিনায়কত্ব। বোলিং চেঞ্জ, ফিল্ড সেট আপে চমকে দিয়েছেন। চতুর্থ ইনিংসে ২৭৩’র চ্যালেঞ্জটা ইংল্যান্ডের জন্য কঠিন মনে হয়নি। ওপেনিং পার্টনারশিপের ১০০ রানে বাংলাদেশ দলকে চোখ রাঙানো সেই ইংল্যান্ড শেষ ৯ উইকেট হারিয়েছে মাত্র ৬৪ রানে। তা তামীমের আক্রমণাত্মক ক্যাপ্টেনসিতেই। ক্রাইস্টচার্চ টেস্টে নিয়মিত অধিনায়ক মুশফিকুরের অনুপস্থিতি অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেও তার রোলটা হবে আক্রমণাত্মক। ঘোষণা দিয়ে তা জানিয়ে দিয়েছেন তামীমÑ ‘আমি যে ধরনের ক্রিকেটার, সেই ধরণের নেতৃত্বই দিতে চেষ্টা করব। আক্রমণাত্মক হবো। সবসময় ব্যাটিং এভাবে করার চেষ্টা করি। নেতৃত্বেও যতটা সম্ভব ইতিবাচক থাকার চেষ্টা করব।’
সান্ত¦নার টেস্টে সেরাদের হারিয়েও বাড়তি চাপ নিচ্ছেন না তামীমÑ ‘চাপের কিছু নেই। সহ-অধিনায়কের দায়িত্ব মানেই যে কোনো সময় অধিনায়কের কিছু হলে আমাকে দায়িত্ব নিতেই হবে। আমি চেষ্টা করব, যে ভাবনা থেকে দুই বছর আগে আমাকে দায়িত্বটা দেওয়া হয়েছিল, সেটি ঠিকভাবে করার। পরিকল্পনা মতো সব কিছু করার চেষ্টা করব। পরিকল্পনা কাজে লাগতে পারে, নাও পারে। তবে পেছনের ভাবনটা ঠিক থাকলেই আমি খুশি থাকব।’
ক্রাইস্টচার্চের হেগলি ওভালে তিন টেস্টের ৩টিরই নিস্পত্তি হয়েছে বড় ব্যবধান জয়-পরাজয়ের মধ্য দিয়ে। শ্রীলংকা এবং পাকিস্তান হেরেছে স্বাগতিক দলের কাছে ৮ উইকেটে। ৪র্থ দিন পার করতে পারেনি প্রতিপক্ষরা। অস্ট্রেলিয়ার কাছে সেখানে হেরেছে নিউজিল্যান্ড ৭ উইকেটে। এই অতীতও চোখ রাঙাচ্ছে বাংলাদেশ দলকে। তবে ওয়েলিংটন টেস্টে গৌরবের পাশে অগৌরবের রেকর্ডের ম্যাচটি থেকে শিক্ষা নিয়ে ক্রাইস্টচার্চে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তামীমÑ‘আমি বলব না হতাশার সফর। আমরা কতটা লড়াই করেছি, তা হয়তবা ফল দেখে বোঝা যাচ্ছে না। তবে টিভিতে ও মাঠে যারা খেলা দেখেছেন, তারা জানেন ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্টে কিছু কিছু সময় আমরাই নিয়ন্ত্রণ করেছি। সুযোগ সৃষ্টি করেছি। ৭ বছর পর নিউ জিল্যান্ডে এসে এভাবে খেলতে পারা সহজ নয়। ছেলেরা যেভাবে নিজেদের মেলে ধরার চেষ্টা করেছে তাতে আমি গর্বিত।’
এমন একটি টেস্টে ইনজুরির কারণে তিন টেস্ট স্পেশালিস্ট মুশফিক, ইমরুল, মুমিনুলকে করছেন মিস তামীম। তাদের শূন্যতা টের পাচ্ছেন ভালই। পাশাপাশি তাদের শূূন্যতা পূরনে যে তিন তরুণ পাচ্ছেন সুযোগ, তাদের উপরও নির্ভার তামীমÑ ‘অবশ্যই মিস করবো। মুশফিক অধিনায়ক কাম উইকেটকিপার। কাম মিডল অর্ডারের অন্যতম বড় নির্ভরতা। তাকে মিস অবশ্যই করবো। ইমরুলও স্বীকৃত ওপেনার। তারও অভাববোধ হবে। মুশফিক, ইমরুল, মুমিনুলের চোটের কারণে যারা খেলবে আশা করি তারা একটি সুযোগ মনে করে সেভাবেই খেলবে।’
পরিস্থিতির মুখে ক্রাইস্টচার্চ টেস্টে নিজেদেরকে ফেভারিট মনে করছেন নিউজিল্যান্ড পেস বোলার ট্রেন্ট বোল্ট। তবে ওয়েলিংটন টেস্টে প্রথম চার দি বাংলাদেশ যেভাবে কর্তৃত্ব দেখিয়েছে, তাতে বাংলাদেশকে যথেষ্ট সমীহ করে ক্রাইস্টচার্চে খেলবে নিউজিল্যান্ড, এমনটাই জানিয়েছেন বোল্টÑ ‘ব্যাটিংয়ের জন্য দুরূহ উইকেটে বাংলাদেশ খুব ভালো খেলেছে। বাজে বল কাজে লাগিয়েছে, ইতিবাচক ক্রিকেট খেলেছে। আমার ধারণা, আগামী কয়েকদিনে ওরা সেই কাজটিই করবে। তাই আমরা ওদেরকে হালকাভাবে নিতে পারি না।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন