রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

তামীম-ইমরুলের দন্ড

| প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৭, ১২:৪৭ এএম

স্পোর্টস রিপোর্টার : ঐতিহাসিক শততম টেস্টে বোলিংয়ের ধার কমেছে আগের দিন বিকেলে। গতকাল ব্যাটিংয়ের শেষটাও হয়েছে হতাশাজনক। দুজনই আউট হয়েছেন থিতু হয়ে। সেটির সঙ্গে এখন যোগ হচ্ছে জরিমানার খড়গ। আইসিসির আচরণ বিধি ভাঙায় ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা গুণতে হবে তামীম ইকবাল ও ইমরুল কায়েসকে। দুজনের ‘অপরাধ’ একই। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে এলবিডব্লিউয়ের আবেদনের সময় তামীম ব্যাট দেখিয়ে আম্পায়ারের দিকে ইঙ্গিত করেছিলেন যে বল ব্যাটে লেগেছে। ইমরুলের বিপক্ষে আবেদন ছিল ব্যাট-প্যাড ক্যাচের। ইমরুল থাই প্যাডে ইঙ্গিত করে বোঝাতে চাইছিলেন যে বল সেখানেই লেগেছে। আইসিসি আচরণবিধির ২.১.১ অনুযায়ী এটি খেলার চেতনাবিরোধী কাজ। আম্পায়াররা অভিযোগ আনার পর দিনের খেলা শেষে ম্যাচ রেফারির কাছে অভিযোগ মেনে নেন তামীম ও ইমরুল। আনুষ্ঠানিক শুনানির তাই প্রয়োজন পড়েনি। জরিমানার সঙ্গে একটি করে ডিমেরিট পয়েন্টও পেয়েছেন দুজন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন