ডয়েচে ভেলের সঙ্গে এই অঞ্চলের দর্শক শ্রোতাদের সম্পর্কটা অনেক পুরোনো। সেটাই নতুন এক সেতুবন্ধ হয়ে উঠল এশিয়া জুড়ে দর্শকদের জন্য ডয়েচে ভেলের ইংরেজি ভাষার হাই ডেফিনিশন সম্প্রচারের মাধ্যমে। এইচডি এই চ্যানেলের পাশাপাশি আগের এসডি (স্ট্যান্ডার্ড ডেফিনিশন) চ্যানেলটির সম্প্রচারও চালু থাকছে। এই সম্প্রচার শুরু উপলক্ষে গত ডিসেম্বর ২০১৬ থেকে মাসব্যাপী চলেছে ‘ডিডবøু ওয়াচ অ্যান্ড উইন কনটেস্ট’। ক্যাবল নেটওয়ার্ক জাদু ডিজিটাল ডিডবøুুর প্রিমিয়ার ক্যাবল পার্টনার হয়েছে। তারা তাদের নেটওয়াকের মাধ্যমে দর্শকদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে ডিডবøুকে। প্রতিযোগীরা এই কর্মসূচি ও ডিডবøুুর ব্যাপারে খুবই উৎসাহী ছিলেন। অসংখ্য প্রতিযোগীর মধ্যে ভাগ্যবান বিজয়ীদের হাতে সম্প্রতি পুরস্কার তুলে দেয়া হয়।
পুরস্কারের মধ্যে ছিল আইপ্যাড এয়ার ২, আইপড ন্যানো, আইপড শাফল, ডিডবøু হেডসেট ও ডিডবøু বেসবল ক্যাপ। -বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন