শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

চট্টগ্রাম বন্দরে ৫ লাইটার জাহাজকে জরিমানা

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : বন্দর চ্যানেলে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ বিভিন্ন অপরাধে পাঁচটি লাইটার জাহাজকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল (বৃহস্পতিবার) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন।
তিনি জানান, এম ভি রোকেয়া ওয়াহীদ, এম ভি রিমন, এম ভি ফুলতলা-১, এম ভি সারমিন সাগর, এম টি সিএমএল রাকা-২ লাইটার জাহাজকে জরিমানা করা হয়েছে। তিনি বলেন, চ্যানেলে বড় জাহাজ চলাচলের সময় প্রতিবন্ধকতা সৃষ্টি, মাস্টারবিহীন জাহাজ চালানো, নিরাপত্তা সরঞ্জাম না থাকা, ওভারলোডিং, বে-ক্রসিং অতিক্রমের অনুমতি না থাকায় ইনল্যান্ড শিপিং অর্ডিন্যান্সের আওতায় এসব জাহাজকে জরিমানা করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন