বিনোদন ডেস্ক : বেশ কয়েকমাস হলো কানাডা থেকে দেশে ফিরেছেন মডেল-অভিনেত্রী অগ্নিলা। এখন থেকে তিনি দেশেই থাকবেন। সেইসাথে মিডিয়াতেও নিয়মিত কাজ করবেন। ভালোবাসা দিবসে এই মডেল ও অভিনেত্রীকে দেখা যাবে দুটো নাটকে। দুটি নাটকের একটি নির্মাণ করবেন রেদওয়ান রনি এবং অন্যটি নির্মাণ করবেন আশফাক নিপুণ। দুটি নাটকেরই নির্মাণ কাজ শুরু হবে ফেব্রæয়ারি মাসের প্রথম সপ্তাহে। পরিচালক আশফাক নিপুণ বলেন, নাটকে তাহসানের বিপরীতে দু’জন অভিনেত্রী থাকবেন। অগ্নিলাই শুধু চুড়ান্ত হয়েছে। আরেকজন দু’একদিনের মধ্যেই চুড়ান্ত হবেন। নাম এখনো চুড়ান্ত হয়নি। অগ্নিলা কানাডার ‘ইউনিভার্সিটি অব টরেন্টো’ থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স সম্পন্ন করেছেন। তবে কানাডার মাটিতে যদি কেউ কখনো গিয়ে অগ্নিলাকে খুঁজে তবে সেখানে তাকে খুঁজে পাওয়াটা মুশকিলই হয়ে যাবে। কারণ সেখানে তাকে সবাই প্রিয়াংকা নামে চেনেন। আর সেই প্রিয়াংকাই হচ্ছেন অগ্নিলা ইকবাল। টিভি নাটকে অগ্নিলার অভিষেক ঘটে গিয়াস উদ্দিন সেলিম রচিত ও আবু সাইয়ীদ পরিচালিত ‘স্বপ্নসকট’ নাটকে। এতে অগ্নিলা আবুল হায়াত ও শর্মিলী আহমেদ’র সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। তবে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘বিপ্রতীপ’ নাটকে অভিনয় করে অগ্নিলা আলোচনায় আসেন। এদিকে রেদওয়ান রনি অগ্নিলাকে নিয়ে যে নাটকটি নির্মাণ করবেন তার জন্য দর্শকের কাছে গল্প চেয়ে রনি একটি বিজ্ঞাপন নির্মাণ করেছেন। আর তাতে মডেল হয়েছেন অগ্নিলা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন